কথাপ্রসঙ্গে শ্রীসদ্গুরুদেব

শ্রীভগবৎ প্রসাদের অনন্ত মহিমা । শ্রীশ্রীসন্তদাস কাঠিয়া বাবাজী মহারাজ বলতেন – “শ্রীভগবান দৃষ্টি দিয়ে প্রসাদ গ্রহণ করেন ও উৎসবের দিন সকল দেব দেবীরা সেখানে উপস্থিত থেকে প্রসাদের ওপর আশীর্বাদ বর্ষণ করেন। শ্রীভগবৎ নিবেদিত প্রসাদ ত্রিগুণাতীত।
প্রসাদ অমৃত স্বরূপ, এর সাথে কোনো অন্নের তুলনা হয় না। উৎসবের দিন বিশেষ করে প্রসাদ গ্রহণ করা উচিত। ভক্তি সহকারে প্রসাদ গ্রহণে অনেক দুরারোগ্য ব্যাধি, শারীরিক মানসিক ক্লেশ দূর হয়ে যায়। খুব শ্রদ্ধার সহিত গ্রহণ করলে অলৌকিক ফল প্রদান করে, ভক্তি বর্ধিত হয়।